Tag Archives: Global Heavy Chemicals

গ্লোবাল হেভি কেমিক্যালসের লেনদেন শুরু বুধবার

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা উত্তোলন শেষে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন আগামী বুধবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির লেনদেন ‘এন’ ক্যাটারির অধীনে হবে। এর ডিএসই ট্রেডিং কোড ‘জিএইচসিএল’ এবং ডিএসই কোম্পানি কোড হচ্ছে-১৮৪৮৫।
এর আগে কোম্পানিটি গত ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করে। আইপিওতে ২৪ কোটি টাকার বিপরীতে জমা পড়ে ৪৪৪ কোটি টাকার আবেদন। যা নির্ধারিত আবেদনের চেয়ে ১৮ গুণ বেশি। ১০ জানুয়ারি কোম্পানির আইপিও লটারি অনুষ্ঠিত হয়। ১০ টাকা ফেস ভ্যালুর (অভিহিত মূল্য) সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।

 

দৈনিক জনকন্ঠ

২৪ কোটি টাকা মূলধন সংগ্রহ গ্লোবাল হেভির

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
মোট এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করছে এ প্রতিষ্ঠান। আইপিওতে ২৪ কোটি টাকার বিপরীতে ৪৪৪ কোটি টাকার আবেদন জমা পড়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ড্র অনুষ্ঠিত হয়, যা এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এবং বিডিআইপিও.কম-এ প্রকাশ করা হয়েছে।

সূত্র: বিডিআইপিও প্র্তিবেদক এবং কালের কণ্ঠ, ১১ জানুয়ারি ২০১৩

গ্লোবাল হেভি’র আইপিও লটারি শেষ

গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিও লটরি শেষ হয়েছে। বিডিআইপিও.কম-এ আর কিছুক্ষনের মধ্যে লটারির ফলাফল প্রকাশিত হবে। বিডিআইপিও-র সাবস্ক্রাইভড গ্রাহকরা এই ফলাফল দেখতে পাবেন। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা উত্তোলনের পর আজ ১০ জানুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল ৩টায় গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিষ্ঠানটি গত ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করে। আইপিওতে ২৪ কোটি টাকার বিপরীতে জমা পড়েছে ৪৪৪ কোটি টাকার আবেদন। যা নির্ধারিত আবেদনের চেয়ে ১৮ গুণ বেশি।

গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিওতে মোট ৬ লাখ ৭৫ হাজার ৫২০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বাংলাদেশে বসবাসরত বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ৬ লাখ ৫৭ হাজার ২৩৩টি আবেদনের বিপরীতে ৪৩৫ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা জমা পড়ে। আর এনআরবিরা ১৮ হাজার ২৮৭টি আবেদনের বিপরীতে জমা দেন ৯ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকা।

কোম্পানিটি ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম নেয়। অর্থাৎ ২০ টাকা নির্দেশক মূল্যে ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে এ কোম্পানি।

এর আগে গত সেপ্টেম্বরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ কোম্পানিকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোতি দেয়।

২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৭১ পয়সা। এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড। আইপিও পূর্ববর্তী এ কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৬০ কোটি টাকা এবং আইপিওতে পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ৭২ কোটি টাকা।

আজ (১০ জানুয়ারি) গ্লোবাল হেভি’র আইপিও লটারির ড্র

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে টাকা উত্তোলনের পর আজ ১০ জানুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল ৩টায় গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানির ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস কর্মকর্তা খন্দকার আহাদুজ্জামান বিষয়টি শেয়ারনিউজ২৪ডটকমকে নিশ্চিত করেছেন।

এর আগে প্রতিষ্ঠানটি গত ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করে। আইপিওতে ২৪ কোটি টাকার বিপরীতে জমা পড়েছে ৪৪৪ কোটি টাকার আবেদন। যা নির্ধারিত আবেদনের চেয়ে ১৮ গুণ বেশি।

গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিওতে মোট ৬ লাখ ৭৫ হাজার ৫২০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বাংলাদেশে বসবাসরত বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ৬ লাখ ৫৭ হাজার ২৩৩টি আবেদনের বিপরীতে ৪৩৫ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা জমা পড়ে। আর এনআরবিরা ১৮ হাজার ২৮৭টি আবেদনের বিপরীতে জমা দেন ৯ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকা।

কোম্পানিটি ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম নেয়। অর্থাৎ ২০ টাকা নির্দেশক মূল্যে ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা সংগ্রহ করবে এ কোম্পানি।

এর আগে গত সেপ্টেম্বরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ কোম্পানিকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোতি দেয়।

২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৭১ পয়সা। এর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড। আইপিও পূর্ববর্তী এ কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৬০ কোটি টাকা এবং আইপিওতে পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ৭২ কোটি টাকা।

সূত্র: শেয়ারনিউজ২৪.কম, জানুয়ারি ১০, ২০১২

গ্লোবালের আইপিওতে ৪শ’ ৪৫ কোটি টাকার আবেদন

পুঁজিবাজারে মূলধন উত্তোলনে অনুষ্ঠিত গ্লোবাল হেভি কেমিক্যালের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাড়ে ১৮ গুণ বেশি আবেদন জমা পড়েছে। কোম্পানিটির ২৪ কোটি টাকার আইপিওর বিপরীতে জমা পড়েছে ৪৪৪ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকার আবেদন। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পায় গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। বিএসইসির অনুমোদন অনুসারে, ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বসবাসরত বিনিয়োগকারীদের থেকে আইপিও আবেদন গ্রহণ করা হয়। আর অনিবাসী বাংলাদেশী (এনআরবি) বিনিয়োগকারীদের থেকে আবেদন নেয়া হয় ২২ ডিসেম্বর পর্যন্ত।
প্রাপ্ত তথ্য মতে, গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিওতে মোট ৬ লাখ ৭৫ হাজার ৫২০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বাংলাদেশে বসবাসরত বিনিয়োগকারীদের থেকে মোট ৬ লাখ ৫৭ হাজার ২৩৩টি আবেদনের মাধ্যমে আবেদনের সঙ্গে ৪৩৫ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা জমা পড়ে। আর এনআরবি বিনিয়োগকারীদের ১৮ হাজার ২৮৭টি আবেদনের সঙ্গে জমা পড়ে ৯ কোটি ১৪ লাখ ৩৫ হাজার টাকা।
জানা গেছে, ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের ২০ টাকায় ইস্যু করার অনুমোদন দেয় বিএসইসি। এর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৪ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। ২০১১ সালে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ৩ টাকা ৭১ পয়সা। এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড। এছাড়া গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ছিল ৬০ কোটি টাকা। আইপিওতে আসার পরে পরিশোধিত মূলধন দাঁড়াবে ৭২ কোটি টাকা।

সূত্র: দৈনিক জনকণ্ঠ, ২৭ ডিসেম্বর ২০১২

রোববার থেকে শুরু হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যালসের আইপিও

অপসোনিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের বা আইপিওর চাঁদা গ্রহণ আগামী রোববার শুরু হচ্ছে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিরা ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোম্পানিটি দেশের পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে শেয়ারপ্রতি ১০ টাকার প্রিমিয়ামসহ মোট ২৪ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপক হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও এএফসি ক্যাপিটাল লিমিটেড।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় সাড়ে ১০ একর জমির ওপর স্থাপিত গ্লোবাল হেভি কেমিক্যালস প্রধানত কস্টিক সোডা উৎপাদন করে। এ ছাড়া প্রতিষ্ঠানটি ক্লোরিন গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইপোক্লোরাইট, ব্লিচিং পাউডার, ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্সসহ (সিপিডব্লিউ) অন্যান্য রাসায়নিক পণ্যও উৎপাদন করে থাকে।
২০১১ সালের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৭১ টাকা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ৫৪.৪৩ টাকা ছিল।

Source: The prothom-alo

Global Heavy IPO forms available at bdipo.com

Anyone can download forms from www.bdipo.com/companies. Subscribed users can generate forms from www.bdipo.com/form_generators

Global Heavy Chemicals Ltd will raise Tk 24 crore from public.

The approval to the initial public offering (IPO) of the sister concern of Opsonin Group came at a meeting presided over by SEC Chairman M Khairul Hossain.

Global Heavy will float 1.2 crore ordinary shares of Tk 10 at an offer price of Tk 20 each, including Tk 10 as premium, the SEC said in a statement.

As per the latest financial report, earnings per share of the company are Tk 3.71. BMSL Investment Ltd and AFC Capital Ltd are the issue managers of the IPO.